Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

 

ভিশন ও মিশন (Vision & Mission) :

ভিশন (Vision) : শিক্ষার সকল স্তরে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা। যা জাতীয় শিক্ষা নীতির আলোকে নতুন শিক্ষা কাঠামোয় নবম থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হতে শিক্ষার্থী শিক্ষা অর্জন শেষে সামর্থ অনুযায়ী উচ্চ শিক্ষার বিভিন্ন ধারায় শিক্ষা গ্রহণ করবে, নতুবা অর্জিত শিক্ষা বৃত্তি মূলক শিক্ষার ভিত্তিতে বা অন্য কোন বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবিকার্জনের পথ অনুসরণ করবে।

মিশন (Mission) : জাতীয় লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপূরক আধুনিক, বিজ্ঞানসম্মত, প্রযুক্তি নির্ভর, সমতা ভিত্তিক, নৈতিকতাসমৃদ্ধ ও দেশপ্রেমিক দক্ষ জনশক্তি তৈরি করা ।

কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):

১। শিক্ষার গুনগত মানোন্নয়নে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ।

২। শিক্ষা প্রশাসনের সক্ষমতা, স্বছতা এবং দক্ষতা বৃদ্ধি ও কার্য মনিটরিং । দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়ন।

৩। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যাবলি ও ব্যবস্থাপনা তদারকীকণ, শিক্ষার মান উন্নয়নের জন্য সকল স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।

৪। শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধাকে সম্ভবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করা।

৫। যার মাধ্যমে কর্মজগতে অংশগ্রহণের জন্য, বিশেষ করে দেশের আর্থ-সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটি আদর্শ ও উপযুক্ত পর্যায়ে প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন ব্যক্তিরুপে শিক্ষার্থীকে তৈরি করা।

৬। মানসম্পন্ন শিক্ষাদান করে প্রাথমিক স্তরে প্রাপ্ত মৌলিক জ্ঞান সম্প্রসারিত এবং সুসংহত করা। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে মান্সম্পন্ন উচ শিক্ষার ভিত শক্ত করা।

৭। বিভিন্ন ধরনের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে আর্থ-সামাজিক মূল্যবোধ নৃতাত্ত্বিক ও অন্যান্য পিছিয়ে পড়া জন গোষ্ঠীর মধ্যে বৈষম্য দূর করার লক্ষ্যে প্রচেষ্টা চালানো। সাধারণ অনগ্রসর পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য যতদিন প্রয়োজন বিশেষ পদক্ষেপের মাধ্যমে শিক্ষার অগ্রগতি ও এগিয়ে নেওয়া।

৮। নির্ধারিত বিষয়ে সকল ধারায় অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসুচি প্রণয়ন এবং বাস্তবায়ন ।

৯। শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা ও নির্দেশিত বিবিধ কাজের সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় পূর্বক বাস্তবায়ন নিশ্চিক করা ।